প্রকাশিত: Tue, Jan 16, 2024 9:44 AM
আপডেট: Sat, Dec 6, 2025 7:56 PM

[১]ডামি নির্বাচন বাতিল ও খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ [২]সরকার মানবিক অধিকারও কেড়ে নিয়েছে: রিজভী

রিয়াদ হাসান: [৩] বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়া আজ জামিন পাচ্ছেন না। চিকিৎসা পাচ্ছেন না। শেখ হাসিনা এমন পাহাড় তার কাছে কোনো দাবি পৌঁছায় না, হিংসার পোশাক পরে তিনি রাজনীতি করেন।

[৪] বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মীকে জেলে আবদ্ধ করে সরকার গোটা দেশকে কারাগারে পরিণত করেছে মন্তব্য করে তিনি আরো বলেন, বিরোধী দলকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দমনপীড়নে ব্যস্ত রেখে সরকার দেশে একদলীয় শাসন কায়েম করছে।

[৫] সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এসব কথা বলেন রিজভী।

[৬] কারাগারে বিএনপি নেতাকর্মীদের মৃত্যুর ঘটনা উল্লেখ করে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, গত কয়েক দিনে কারাগারে ১০ জনের অধিক বিএনপির নেতাকর্মী মারা গেছেন। কারাগারে তারা চিকিৎসা পাচ্ছেন না। তাদের হাত ও পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে কারাগারের ভিতরে হাসপাতালে ফেলে রাখা হয়েছে।

[৭] তিনি বলেন, আমাদের আইনমন্ত্রী (আনিসুল হক) প্রধানমন্ত্রীর একজন খাস মোসাহেব। প্রতিদিন বিএনপি কত নির্যাতিত হচ্ছেন, এটা না শুনে তিনি ঘুমাতে যান না। সেই আনিসুল হক সাহেব বলছেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের বিবৃতিতে তথ্যের ঘাটতি আছে। আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ করেন রিজভী।

[৮] জিএম কাদের স্ত্রীর জন্য জাতীয় পার্টি (জাপা) বিক্রি করে দিয়েছেন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরো বলেন, এই নির্বাচনে জাতীয় পার্টির প্রধান নেতা জি এম কাদের কত কথা বললেন। এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না। তারা গতবার রাত্রি বেলায় নির্বাচন করেছেন। তারপরে শুধুমাত্র নিজের স্ত্রীর জন্য গোটা দলকে বিক্রি করে দিলেন।

[৯] বিএনপির এই নেতা বলেন, সরকারের মহা দুর্নীতিতে দেশের অর্থনীতি আজ মহাসংকটে। পৃথিবীর সব স্বৈরাচারের পতন হয়েছে, বাংলাদেশের স্বৈরাচার সরকারেরও পতন হবে। জনগণের আন্দোলনে এই স্বৈরাচার সরকার পদ্মা, মেঘনা, যমুনার পানিতে ভেসে যাবে।

[১০] একই দিন সকালে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কারাগারে আটক সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

[১১] রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শান্তিনগর মোড় থেকে শুরু হয়ে  কাকরাইলে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, অবৈধ ডামি নির্বাচন বাতিল ও অবিলম্বে বেগম খালেদা জিয়াসহ কারাগারে আটক নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। সম্পাদনা: ইকবাল খান